উপমহাদেশের তুমুল জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের মা অদিতি সিং আর নেই। ২০ মে, বৃহস্পতিবার সকাল ১১টায় কলকাতার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫২ বছর। একাধিক ভারতীয় গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।
জানা গেছে, বেশ কিছু দিন আগেই মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হন অরজিতের মা অদিতি সিং। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে পশ্চিমবঙ্গের বহরমপুর মাতৃসদনে ভর্তি করানো হয়। এরপর তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
করোনার মধ্যেই অদিতি সিং স্ট্রোকে আক্রান্ত হন। এছাড়া তার উচ্চ রক্তচাপের সমস্যাও ছিলো। অবশ্য গেলো ১৭ মে তিনি করোনা থেকে মুক্তি লাভ করেন। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতেই হলো।
প্রসঙ্গত, অরিজিৎ সিংয়ের জন্ম ভারতের পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জে। ছোট বেলা থেকে পারিবারিক আবহেই সঙ্গীতে হাতেখড়ি হয় তার। ফেম গুরুকুল নামের একটি প্রতিযোগিতায় অংশ নিলেও সেখান থেকে তিনি বাদ পড়ে যান।
পরবর্তীতে ২০১১ সালে অরিজিৎ সিং বলিউডে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। ‘মার্ডার টু’ সিনেমায় গাওয়া তার প্রথম গান ছিলো ‘ফির মোহাব্বত’। ২০১২ সালে তিনি ‘আশিকি টু’ সিনেমায় গান গেয়ে তারকা খ্যাতি লাভ করেন। গত এক দশকে বলিউডের সবচেয়ে সফল গায়ক তিনি।