বাইডেন প্রশাসনের মেয়াদ ৪ মাসে পৌঁছানো পর, যুক্তরাষ্ট্র কর্মকর্তারা যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের বিশৃঙ্খল পরিস্থিতির যৎসামান্য অগ্রগতির কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে গত বছর থেকেই অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, যা ২০২১ সালের শুরুতে নাটকীয়ভাবে বেড়ে যায়।
তাই যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের বিপুল সংখ্যক অভিবাসীদের আগমন প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্য তা এক প্রারম্ভিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় এবং প্রেসিডেন্ট বাইডেন, কামলা হ্যারিসকে প্রশাসনের তরফে এর তদারকি ও সমন্বয় সাধনের জন্য নিয়োজিত করেন।
সূত্র: ভয়েস অব আমেরিকা।