spot_img

রোজিনা ইসলামের সাথে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

সাংবাদিক রোজিনা ইসলামের সাথে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের কিছু লুকানোর নাই। গুটি কয়েক লোকের আচরণের জন্য আমাদের এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে ফেস করতে হবে।

এছাড়া মন্ত্রী জানান, চীন থেকে টিকা আনার চুক্তি শেষ পর্যায়ে, চলতি সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হতে পারে। চুক্তির টিকার বাইরে ভারতের কাছ থেকে উপহার হিসেবে ১৫ লাখ চাইলেও তাদের রাজি করানো যায়নি। যুক্তরাজ্যের সাথে অনেক যোগাযোগ করেও সরকারিভাবে টিকা আনা যাচ্ছে না, উৎপাদক কোম্পানির সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছে দেশটি।

মন্ত্রী আরও জানান, যুক্তরাষ্ট্র থেকে অক্সফোর্ড ভ্যাকসিন আনার জন্য চিঠি দিলেও এখনো জবাব পায়নি বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ