spot_img

রোজিনা ইসলামের সাথে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

সাংবাদিক রোজিনা ইসলামের সাথে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের কিছু লুকানোর নাই। গুটি কয়েক লোকের আচরণের জন্য আমাদের এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে ফেস করতে হবে।

এছাড়া মন্ত্রী জানান, চীন থেকে টিকা আনার চুক্তি শেষ পর্যায়ে, চলতি সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হতে পারে। চুক্তির টিকার বাইরে ভারতের কাছ থেকে উপহার হিসেবে ১৫ লাখ চাইলেও তাদের রাজি করানো যায়নি। যুক্তরাজ্যের সাথে অনেক যোগাযোগ করেও সরকারিভাবে টিকা আনা যাচ্ছে না, উৎপাদক কোম্পানির সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছে দেশটি।

মন্ত্রী আরও জানান, যুক্তরাষ্ট্র থেকে অক্সফোর্ড ভ্যাকসিন আনার জন্য চিঠি দিলেও এখনো জবাব পায়নি বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

সুখবর দিলেন ক্যানসার আক্রান্ত হিনা খান

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ভারতীয় মডেল-অভিনেত্রী হিনা খান। স্তন ক্যানসারে আক্রান্ত তিনি। তবে ক্যানসারে আক্রান্ত হলেও কাজ থামিয়ে রাখেননি...

এই বিভাগের অন্যান্য সংবাদ