ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি আগ্রাসন চলছেই। নারী-শিশুসহ কেউ বাদ যাচ্ছে না তাদের বর্বরতা থেকে। বিশ্বের অনেক দেশ ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরাইলি হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছে। এবার সে দলে যুক্ত হলো দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা বলেছেন, ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইল যে ধরনের আচরণ করছে, সেটা বর্ণবাদ যুগের দক্ষিণ আফ্রিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বুধবার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
সিরিল রামাপোসা আরও বলেন, ফিলিস্তিনিরা নিজেদের নিয়ন্ত্রণের অধিকার নিজেদের হাতে রাখতে চায়। নিজস্ব একটা রাষ্ট্র চায় তারা। ফিলিস্তিনিরা নিজস্ব বিষয়গুলো নিজেরা সমাধান করতে চায়। সবচেয়ে বড় কথা, তারা পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করতে চায়। নিজেদের চলাফেরায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেটা তারা চায়।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট আরো বলেন, ফিলিস্তিনিদের অধিকার যেভাবে হরণ করে আসছে ইসরায়েলিরা, যেভাবে গাজায় বোমা ফেলছে, সে ঘটনার জেরে ইসরায়েলকে সহজেই ‘বর্ণবাদী রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করা যায়। সূত্র: আল-জাজিরা