spot_img

ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করলো রাজস্থান

অবশ্যই পরুন

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশের তালিকায় একদম উপরের দিকেই থাকবে ভারত। এর মধ্যেই আবার দেখা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করল রাজস্থান।

রাজস্থানের মুখ্য স্বাস্থ্য সচিব অখিল অরোর এক বিবৃতি জানান, ‘মহামারি আইন ২০২০’অনুযায়ী এই ঘোষণা দেয়া হয়।

এদিকে রাজস্থানে ইতোমধ্যে ১০০টি ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়েছে। এর চিকিৎসার জন্য সোয়াই মান সিং হাসপাতালে আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে। শুধু রাজস্থান নয়, মহারাষ্ট্র, গুজরাট, দিল্লিতেও দেখা মিলেছে এই ছত্রাকের সংক্রমণ।

চিকিৎসকরা জানান, এই ছত্রাক সংক্রমণের প্রধান লক্ষণ, নাক বন্ধ হয়ে যাওয়া, চোখ কিংবা গাল ফুলে ওঠা, এছাড়া নাক দিয়ে কালো কালো কিছু বেরিয়ে আসা।

প্রসঙ্গত, বহু করোনা রোগীর সেরে ওঠার পরে তাদের দেহে এই মিউকরমাইসিসিস বা ব্ল্যাক ফাঙ্গাস দেখা দিয়েছে। অনেক সময় এর সংক্রমণে রোগী অন্ধও হয়ে যেতে পারে।

সর্বশেষ সংবাদ

চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ের পর তার চিফ অব স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ের পর...

এই বিভাগের অন্যান্য সংবাদ