spot_img

আমচাষিরা যেন হয়রানির শিকার না হয় : খাদ্যমন্ত্রী

অবশ্যই পরুন

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমচাষিরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আম কেনার জন্য যেসব ব্যবসায়ী আসবেন, তাদের জানমালের নিরাপত্তার দিকে নজর রাখতে হবে। শুধু প্রশাসনের ওপর সব কিছু ছেড়ে দিলে হবে না, সবার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

বুধবার (১৯ মে) দুপুরে সাপাহারে আম বাজারজাতকরণ ও সংশ্লিষ্ট বিষয়ক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। সাপাহার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভয়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শাহজাহান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, ওসি তারেকুর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শামসুল আলম শাহ চৌধুরী, মোতাহার হোসেন চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

প্রেসিডেন্ট হিসেবে কবে শপথ নিচ্ছেন ট্রাম্প?

অনেক চড়াই-উতরাই পেরিয়ে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে সমর্থকদের উদ্দেশে বিজয়ীর ভাষণ দিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ