spot_img

আফ্রিকার দেশগুলোকে এক বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে সৌদি

অবশ্যই পরুন

সৌদি আরব করোনা পরিস্তিতিতে ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধারে আফ্রিকার দেশগুলোতে এক বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ বিনিয়োগ ও ঋণ দেবে। দেশটির শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দিয়েছেন। খবর আরব নিউজ।

সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের (এসএফডি) অর্থায়নে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আফ্রিকার দেশগুলোকে ওই আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান সৌদি যুবরাজ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে দরিদ্র দেশগুলোকে বিনামূল্যে করোনার টিকার কার্যক্রম কোভিক্সের অন্যতম অর্থদাতা দেশ হচ্ছে সৌদি আরব।

গত বছর জি-২০ সম্মেলনেই আফ্রিকার দেশগুলোকে সহায়তা করার আশ্বাস দিয়েছিল সৌদি আরব।

এ ছাড়া আফ্রিকার উপকূলীয় এলাকায় সন্ত্রাসবাদ দমনে ১২ কোটি ২০ লাখ ডলার অনুদান দেওয়া হয়েছে বলেও জানান সৌদি যুবরাজ।

সর্বশেষ সংবাদ

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কটাক্ষের শিকার রুক্মিণী

ওপার বাংলা ভারতের কলকাতা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র পর্দায় ফিরছেন বিনোদিনী হিসেবে। সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ