বিশ্বজুড়ে করোনাভাইরাসে ৩৪ লাখ ছাড়ালো মোট প্রাণহানি। ২৪ ঘণ্টায়ও সাড়ে ১৩ হাজারের বেশি মানুষের প্রাণ হারালেন।
কয়েকদিন বিরতির পর ব্রাজিলে দৈনিক মৃত্যু আড়াই হাজার ছাড়ালো। এদিন ৭৪ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে করোনা। লাতিন দেশটির মোট প্রাণহানি দু’লাখ ৮৩ হাজারের ওপর।
মঙ্গলবার হঠাৎ-ই বাড়লো যুক্তরাষ্ট্রে দৈনিক প্রাণহানি। ৭১১ জনের মৃত্যুতে দেশটির মোট প্রাণহানি ৬ লাখের ওপর। এদিন সাড়ে ২৬ হাজার মানুষের দেহে মিললো ভাইরাসটির উপস্থিতি।
অবশ্য দিনের তৃতীয় সর্বোচ্চ ৭৪৪ জনের মৃত্যু হয় আর্জেন্টিনায়। লাতিন দেশটিতে দৈনিক সংক্রমণ শনাক্ত হয় সাড়ে ৩৫ হাজারের ওপর। কলোম্বিয়াতেও ছিলো পাঁচশো’র কাছাকাছি দৈনিক মৃত্যু। বিশ্বজুড়ে ৬ লাখের ওপর মানুষের শরীরে নতুনভাবে মিললো- করোনাভাইরাস। মোট সংক্রমিত পৌণে ১৭ কোটির মতো।