spot_img

সাঁতরে ২৪ ঘণ্টায় মরক্কো-স্পেন সীমান্ত পার হলেন ৬ হাজার মানুষ!

অবশ্যই পরুন

মরক্কো-স্পেন সীমান্তে নতুন ধরনের অভিবাসন সংকট তৈরি হয়েছে। সাঁতরে সীমান্ত পার হয়ে মাত্র ২৪ ঘণ্টায় মরক্কো থেকে স্পেনের সিউটায় ঢুকেছেন ৬ হাজার মানুষ।

অভিবাসনপ্রত্যাশীদের এ দলে আছে বিপুলসংখ্যক শিশুকিশোর। স্পেনের মূল ভূখণ্ড থেকে দূরে মরক্কোর সীমান্তে অবস্থান সিউটা শহরের যেখানে দুই দেশকে বিভক্ত করেছে ৩২ ফুট উঁচু কাটাতারের বেড়া।

কিন্তু, সোমবার মরক্কোর সীমান্তরক্ষীরা কড়াকড়ি শিথিল করলে সাঁতরেই স্পেনের শহরটিতে ঢুকে পড়েন হাজারও মানুষ।

অভিযোগ উঠেছে, ইচ্ছে করেই অভিবাসীর ঢলকে সিউটায় ঠেলে দিয়েছে মরক্কো। বিচ্ছিন্নতাবাদী এক নেতাকে স্পেনে চিকিৎসা দেয়ার ঘটনায় কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে মাদ্রিদ-রাবাত সম্পর্কে।

আজ মঙ্গলবার (১৮ মে) অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে সিউটার সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করেছে স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দাবি, এরইমধ্যে কিছু অভিবাসনপ্রত্যাশীকে মরক্কো ফেরত পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

সুখবর দিলেন ক্যানসার আক্রান্ত হিনা খান

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ভারতীয় মডেল-অভিনেত্রী হিনা খান। স্তন ক্যানসারে আক্রান্ত তিনি। তবে ক্যানসারে আক্রান্ত হলেও কাজ থামিয়ে রাখেননি...

এই বিভাগের অন্যান্য সংবাদ