লকডাউন শিথিল করায় ইংল্যান্ডের রেস্টুরেন্ট, বার ও সমুদ্র সৈকতগুলো উপচে পড়ছে সাধারণ মানুষের ভিড়ে। দীর্ঘ বিধিনিষেধ শেষে বন্ধু-স্বজনদের সাথে আড্ডায় মেতেছেন অনেকে।
করোনা সংক্রমণ ঠেকাতে জানুয়ারিতে কড়াকড়ি ঘোষণা হয় ব্রিটেনে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় পাঁচ মাস পর চলতি সপ্তাহে লকডাউন শিথিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। খুলে দেয়া হয় পানশালা, রেস্টুরেন্ট, ক্যাসিনো ও সিনেমা হল। এতে স্বাভাবিক জীবন উপভোগে মেতেছেন মানুষ।
তবে জনগণকে এখনও সতর্ক থাকার পরামর্শ প্রশাসনের। এখন পর্যন্ত ব্রিটেনে করোনা শনাক্তের সংখ্যা সাড়ে ৪৪ লাখ। মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৬শ ৮৪ জন।