spot_img

গাজায় বাস্তুচ্যুত ৫৮ হাজার ফিলিস্তিনি : জাতিসঙ্ঘ

অবশ্যই পরুন

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলি বিমান হামলায় ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। সোমবার জাতিসঙ্ঘের মানবিক কার্যক্রম সমন্বয়কারী দফতর (ওসিএইচএ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ১০ মে থেকে গাজায় শুরু হওয়া ইসরাইলি বিমান হামলায় প্রায় ৪৫০টি ভবন সম্পূর্ণ ধ্বংস বা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। এর মধ্যে প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনি জাতিসঙ্ঘ পরিচালিত ৫৮টি স্কুলে আশ্রয় নিয়েছেন।

অধিকৃত জেরুসালেমের শেখ জাররাহ মহল্লা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে ইহুদি বসতি স্থাপনে গত ২৫ এপ্রিল ইসরাইলি আদালতের আদেশের জেরে ফিলিস্তিনিদের সাম্প্রতিক বিক্ষোভে পরপর কয়েক দফা মসজিদুল আকসায় হামলা চালায় ইসরাইলি বাহিনী। ৭ মে থেকে ১০ মে পর্যন্ত এই সকল হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জাতিসঙ্ঘের মানবিক সাহায্য বিষয়ক দফতর ইউএনওসিএইএ।

মসজিদুল আকসা চত্ত্বরে মুসল্লিদের ওপর ইসরাইলি নিরাপত্তা বাহিনীর হামলার পরিপ্রেক্ষিতে ১০ মে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে মসজিদ থেকে সৈন্য সরিয়ে নিতে ইসরাইলকে আলটিমেটাম দেয় গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আলটিমেটাম শেষ হওয়ার পর গাজা থেকে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামাস রকেট হামলা শুরু করে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে ইসরাইলি ভূখণ্ডে শত শত রকেট নিক্ষেপ করেছে হামাস। ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমে বেশিরভাগ রকেট ধ্বংস করা হলেও বেশ কিছু রকেট ইসরাইলের বিভিন্ন স্থানে আঘাত হানে। রকেট হামলায় ইসরাইলের ১২ অধিবাসী নিহত ও পাঁচ শ’ ৬০ জনের বেশি আহত হয়েছেন।

ইসরাইল ভূখণ্ডে হামাসের রকেট হামলার পরিপ্রেক্ষিতে ১০ মে রাত থেকেই গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল। ইসরাইলি হামলায় গাজায় অন্তত দুই শ’ ১৩ ফিলিস্তিনি নিহত ও আরো এক হাজার পাঁচ শ’ জন আহত হয়েছেন।

সূত্র : আলজাজিরা

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ