spot_img

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

অবশ্যই পরুন

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছে। নিহত গৃহবধূর নাম নুরজাহান। মঙ্গলবার (১৮ মে) সকাল ৭টার দিকে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি মুচিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরজাহান উপজেলার গড়মাটি মুচিপাড়া গ্রামের মিলন উদ্দিনের স্ত্রী।

নিহতের স্বামী মিলনের চোখের সামনেই এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, সকালে স্ত্রী ও দুই সন্তানকে সাথে নিয়ে মহাসড়কের পাশে ক্ষেত থেকে সবজি তোলার জন্য যাচ্ছিলাম। সে সময় আমি ও ছেলে মোহিন মহাসড়ক পার হয়ে গেলেও স্ত্রী নুরজাহান ও মেয়ে জান্নাতুল পার না হয়ে মহাসড়কের পাশে কাঁচামাটিতে পারাপারের অপেক্ষায় দাঁড়িয়েছিল। এ সময় হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রী ও মেয়ে জান্নাতুলের দিকে যাচ্ছিল। ওই সময় মৃত্যু নিশ্চিত ধারণা করে স্ত্রী নুরজাহান মেয়ে জান্নাতুলের হাত ধরে দূরে ফেলে দেয় এবং সাথে সাথে সে ট্রাকের চাকায় পিষ্ট হয়। এ ঘটনায় নাটোর-পাবনা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, নুরজাহান নামে এক নারী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ট্রাম্পকে অভিনন্দন জানানোর পরিকল্পনা নেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ