spot_img

পাশে দাঁড়ানোয় ২৫ দেশকে ধন্যবাদ নেতানিয়াহুর, উল্লেখ নেই ভারতের

অবশ্যই পরুন

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর চলমান আগ্রাসনে ইসরাইলের পাশে দাঁড়ানোয় ২৫ দেশকে ধন্যবাদ জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার টুইটারে এই দেশগুলোর পতাকা যুক্ত করে তাদের ধন্যবাদ জানিয়ে বার্তা দেন নেতানিয়াহু।

তবে ধন্যবাদ জানানো এই ২৫ দেশের মধ্যে ভারতের নাম উল্লেখ করেননি ইসরাইলি প্রধানমন্ত্রী। অপরদিকে ধন্যবাদ বার্তায় বসনিয়ার পতাকা ব্যবহার করায় দেশটির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।

রোববারের টুইট বার্তায় নেতানিয়াহু ক্রমানুসারে যুক্তরাষ্ট্র, আলবেনিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বসনিয়া-হার্জেগোভিনা, ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, কলম্বিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, জর্জিয়া, জার্মানি, গুয়েতেমালা, হন্ডুরাস, হাঙ্গেরি, ইতালি, লিথুনিয়া, মালদোভা, নেদারল্যান্ড, মেসিডোনিয়া, প্যারাগুয়ে, স্লোভেনিয়া, ইউক্রেন ও উরুগুয়ের পতাকা যুক্ত করেন।

নেতানিয়াহুর টুইট বার্তা

টুইট বার্তায় তিনি লিখেন, ‘ইসরাইলের পাশে অটলভাবে দাঁড়িয়ে থাকার জন্য এবং সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আমাদের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ।’

তবে ধন্যবাদ বার্তায় ভারতের নাম উল্লেখ না করায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। নেতানিয়াহুর ওই টুইট বার্তার কমেন্টে অনেক ভারতীয় নেতানিয়াহুকে ভারতের নাম উল্লেখের অনুরোধ করেন। অনেকেই হ্যাশট্যাগে ‘ইন্ডিয়া স্ট্যান্ড উইথ ইসরাইল’ (ইসরাইলের পাশে ভারত) লিখে কমেন্ট করেন।

অন্য অনেক ভারতীয় নাগরিক ভারতের নাম উল্লেখ না করায় কমেন্টে নেতানিয়াহুকে ধন্যবাদ জানান। কিছু ভারতীয় হ্যাশট্যাগে ‘ই্ন্ডিয়া স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন’ (ফিলিস্তিনের পাশে ভারত) লিখে কমেন্ট করেন।

ভারতের নাম উল্লেখ না করায় অনেকেই নেতানিয়াহুর টুইট বার্তার কমেন্টে মিম বানিয়ে রসিকতা করেন।

অপরদিকে নেতানিয়াহুর ধন্যবাদ বার্তায় বসনিয়ার পতাকা ব্যবহার করায় ওই টুইটের কমেন্টে অনেক বসনীয় নাগরিক প্রতিবাদ জানান। ফিলিস্তিনের প্রতি বসনিয়ার সংহতি প্রকাশ করে তারা নেতানিয়াহুকে তার বার্তা থেকে বসনিয়ার পতাকা মুছে দেয়ার দাবি জানান।

এছাড়া বসনিয়ার তিন সদস্যের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের বসনিয়াক সদস্য শফিক জাফেরোভিচ নেতানিয়াহুর টুইট বার্তা জবাবে এক ফেসবুক পোস্টে লিখেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আমার বার্তা হচ্ছে যে বসনিয়া-হার্জেগোভিনা ইসরাইলি সামরিক বাহিনীর গাজায় নিরপরাধ বেসামরিক লোকদের হত্যায় সমর্থন দেয় না এবং দিতে পারে না।’

ফেসবুক পোস্টে তিনি নেতানিয়াহুকে গাজায় ‘অসম হামলা’ বন্ধের এবং ফিলিস্তিনি ও ইসরাইলি জনগণের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় তার ভূমিকা পালনের আহ্বান জানান।

বসনিয়ার পররাষ্ট্রমন্ত্রী বিসেরা তুর্কোভিচ ইসরাইলি প্রধানমন্ত্রীর টুইটকে প্রত্যাখান করে এক বিবৃতিতে বলেন, ‘বসনিয়া-হার্জেগোভিনা ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে ন্যায্য সমাধানকে সমর্থন করে, আক্রমণ থেকে বিরত থাকার মাধ্যমে পরিস্থিতি শান্তি ও স্থিতিশীলতার দিকে যাবে।’

বিবৃতিতে গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসন অবিলম্বে বন্ধের আহ্বান জানান তিনি।

সূত্র : আনাদোলু এজেন্সি

সর্বশেষ সংবাদ

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কটাক্ষের শিকার রুক্মিণী

ওপার বাংলা ভারতের কলকাতা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র পর্দায় ফিরছেন বিনোদিনী হিসেবে। সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ