spot_img

হাঙ্গর পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে জিপিএস হিসেবে ব্যবহার করে

অবশ্যই পরুন

বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যে হাঙ্গর সমুদ্রে চলাফেরা করতে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে এক ধরনের প্রাকৃতিক জিপিএস হিসেবে ব্যবহার করে। ফলে বিশাল দূরত্ব অতিক্রমকালে পথ চিনতে তাদের কোনো ভুল হয় না।

গবেষকরা জানাচ্ছেন, তারা মেরিন ল্যাব্রেটরিতে হাঙ্গরের আচরণ পরীক্ষার মাধ্যমে দীর্ঘদিনের ধারণার বিষয়ে নিশ্চিত হয়েছেন। এ সংক্রান্ত একটি সমীক্ষার রিপোর্ট চলতি মাসে Current Biology জার্নালে প্রকাশিত হয়েছে।

সমীক্ষার অন্যতম গবেষক ব্রায়ান কেলার জানান, আমরা জানতাম যে হাঙ্গর ম্যাগনেটিক ফিল্ডের প্রতি সাড়া দেয়। তবে এটা জানতাম না যে, পথ অতিক্রমের সময় তারা এটিকে সনাক্ত করে হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে।

তিনি জানান, কোনা কোনো হাঙ্গর সমুদ্রে ২০ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর আবার একই স্থানে ফিরে আসতে পারে। অনেক বছর থেকে বিজ্ঞানীরা এ বিষয়ে জানতে কৌতুহলী ছিলেন। এ গবেষণায় সেই রহেস্যের দ্বার উন্মোচন হলো।

সর্বশেষ সংবাদ

হাফপ্যান্ট পরে কনসার্ট করায় গায়িকাকে আক্রমণ

ভারতীয় গায়িকা সুনিধি চৌহান। বলিউডের বহু ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। ‘মস্ত’ ছবির ‘রুকি রুকি সি জিন্দেগি’ গানের পরই জনপ্রিয়তা...

এই বিভাগের অন্যান্য সংবাদ