এবারের টোকিও অলিম্পিক গেমসে ব্রাজিলের জার্সিতে খেলতে চান নেইমার। শুধু তাই নয় সেখান থেকে স্বর্ণ জিতেও ফিরার ইচ্ছাটা আগেই জানিয়ে দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিলীয় অলিম্পিক দলের কোচ আন্দ্রে জার্দিন।
স্পেনের ক্রীড়া দৈনিক মার্কার খবর জানা গেছে, নেইমার ব্রাজিলের হয়ে স্বর্ণপদক জয়ে আশাবাদী। এ ব্যাপারে আন্দ্রে জার্দিন বলেন, ‘নেইমারকে দলে পেলে আমাদের অলিম্পিক গেমসের দল শক্তিশালী হবে। আশা করি আমরা লক্ষ্য অর্জন করতে পারব। আর নেইমার স্বর্ণ জিততে চায়।’
এরআগে ২০১৬ সালে নেইমারের হাত ধরেই প্রথম অলিম্পিকে স্বর্ণ জিতেছিল ব্রাজিল।
কয়েক দিন আগেই টোকিও অলিম্পিকের জন্য লিগ ম্যাচের গ্রুপ বিন্যাস করেছে ফিফা। ফিফার এই ড্আ গ্রুপ ‘ডি’-তে আছে ব্রাজিল। তাদের সঙ্গে একই গ্রুপে আছে জার্মানি, সৌদি আরব ও আইভরি কোস্ট। সব কিছু ঠিকঠাক চললে চলতি বছরের ২১ জুলাই থেকে বসতে পারে অলিম্পিকের ফুটবলের আসর। চলবে ৭ অগস্ট পর্যন্ত।