ইংলিশ এফএ কাপে চ্যাম্পিয়ন হয়েছে লেস্টার সিটি। শনিবার রাতে ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে চেলসিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো এফএ কাপের শিরোপা জিতে নেয় তারা।
এমন ঐতিহাসিক মুহূর্তটি লেস্টার পেয়েছে ইউরি তিয়েলমানসের অসাধারণ এক গোলে। ২০ হাজার দর্শকের সামনে দ্বিতীয়ার্ধে চোখ ধঁধানো গোলটি করেন তিয়েলমানস। এটা যেমন লেস্টারের প্রথম এফএ কাপ শিরোপা, তেমনি কোচ ব্রেন্ডান রজার্সেরও প্রথম বড় কোনো ট্রফি জয়।
ফাইনালের প্রথমার্ধ ছিল বেশ ধীরগতির। তাতে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ। তবে বিরতির পর ৬৩ মিনিটে তিয়েলমানস দূর পাল্লার শটে গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শেষ পর্যন্ত তার গোলে ভর করেই প্রথম এফএ কাপের শিরোপা জিতে নেয় লেস্টার।
এর মধ্য দিয়ে পর পর দুটি এফএ কাপের ফাইনালে হারলো চেলসি। এর আগে গেল বছর ফাইনালে আর্সেনালের কাছে হেরেছিল তারা।
অবশ্য চেলসির সামনে আরও বড় কিছু জয় করার সুযোগ রয়েছে। সুযোগ আছে ইউরোপ সেরা হওয়ার। ২৯ মে পর্তুগালে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মাঠে নামবে তারা। অবশ্য পথটা কঠিন। কারণ, এক্ষেত্রে তাদের যে হারাতে হবে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে।
ইউরোপ সেরা বানাতে পারেন কিনা চেলসিকে। নাকি ফাইনালে আরও একটি হারকে সঙ্গী করেন।