বিশ্বজুড়ে করোনাভাইরাস পরিস্থিতি আরও মারাত্মক আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।
শুক্রবার তেদ্রোস বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি- প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে এই মহামারী অনেক বেশি প্রাণঘাতী হতে চলেছে।’
জুলাই মাসে জাপানের টোকিওতে অলিম্পিকের আসর নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষ করে ভারতসহ বিভিন্ন দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চিন্তা বাড়িয়েছে।
চলতি সপ্তাহে করোনাভাইরাসের ভারতীয় ধরনকে (বি.১.৬১৭) ‘উদ্বেগজনক’ আখ্যা দেওয়া হয়েছে। গত বছরের অক্টোবরে ভারতে প্রথম এই ধরনের সন্ধান মিলেছিল।
ইতোমধ্যেই করোনার এই ধরনটি বিশ্বের ৪৪টি দেশে ছড়িয়ে পড়েছে। অন্যান্য ধরনের তুলনায় করোনার এই ধরন অনেক দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে বলে সতর্ক করেছে ডব্লিউএইচও।
এছাড়া করোনা বিধ্বস্ত ভারতে সংক্রমণের তীব্রতা ঠেকাতে টিকাদানই একমাত্র উপায় বলে জানিয়েছেন ডব্লিউএইচও মহাপরিচালক।