spot_img

ফ্রেঞ্চ কাপের ফাইনালে নিষিদ্ধ হয়ে ক্ষুব্ধ নেইমার

অবশ্যই পরুন

নিষেধাজ্ঞার কারণে বুধবার মোনাকোর বিপক্ষে ফ্রেঞ্চ কাপের ফাইনালে খেলতে পারবেন না পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। স্বাভাবিকভাবেই মন খারাপ থাকার কথা নেইমারের। তবে মন খারাপের সঙ্গে বেশ ক্ষুব্ধও ২৯ বছর বয়সী সুপারস্টার।

নিষেধাজ্ঞার জন্য ফ্রেঞ্চ ফুটবল ও রেফারিকে ধুয়ে দিয়েছেন নেইমার। ইন্সটাগ্রামে রেফারির ওপর নিজের ক্ষোভ উগরে দিয়ে নেইমার লিখেন, ‘আমি পাঁচ মিনিট খেলেছি, একটি ফাউল করেছি এবং তিনি (রেফারি) এমনকি কোনো কিছু না ভেবেই আমাকে হলুদ কার্ড দিয়েছেন। ফাইনালে আমাকে নিষিদ্ধ করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি মনে করি, এটা ব্যক্তিগত কোনো কারণ।’ ইন্সটাগ্রাম স্টোরিতে করা পোস্টে বলেছেন ফ্রেঞ্চ ফুটবল নিয়ে।

গত বুধবার প্রতিযোগিতার সেমিফাইনালে মোঁপেলিয়েকে হারায় পিএসজি। নির্ধারিত সময়ে ২-২ সমতা থাকার পর টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে জয় পায় পিএসজি।

নির্ধারিত সময়ের শেষ দিকে নেইমারকে মাঠে নামিয়েছিলেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো। নির্ধারিত সময়ের শেষ মিনিটে প্রতিপক্ষ মিডফিল্ডার সাভানিয়েরকে ফাউল করায় তাকে হলুদ কার্ড দেখান রেফারি। ১০ দিনের মধ্যে তিনটি হলুদ কার্ড দেখায় শৃঙ্খলা কমিটি ফাইনালে নিষেধাজ্ঞা দেয় নেইমারকে।

সর্বশেষ সংবাদ

হাফপ্যান্ট পরে কনসার্ট করায় গায়িকাকে আক্রমণ

ভারতীয় গায়িকা সুনিধি চৌহান। বলিউডের বহু ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। ‘মস্ত’ ছবির ‘রুকি রুকি সি জিন্দেগি’ গানের পরই জনপ্রিয়তা...

এই বিভাগের অন্যান্য সংবাদ