spot_img

টাইব্রেকারে জিতে ফরাসি কাপের ফাইনালে পিএসজি

অবশ্যই পরুন

সময়টা খুব একটা ভাল যাচ্ছে না পিএসজির। বুধবার কিলিয়ান এমবাপের নৈপুণ্যে দুইবার এগিয়ে যাওয়ার পরও হারের শঙ্কায় পড়েছিল দলটি। শেষ পর্যন্ত অবশ্য মাওরিসিও পচেত্তিনোর শিষ্যদের বাঁচিয়েছে টাইব্রেকার। সে ভাগ্য পরীক্ষায় জিতে ফরাসি কাপের ফাইনালে উঠেছে দলটি।

বুধবার রাতের সেমি-ফাইনালে মোঁপেলিয়েকে ৬-৫ ব্যবধানে হারিয়েছে পিএসজি। নির্ধারিত ৯০ মিনিটের লড়াই শেষ হয় ২-২ সমতা। দুই অর্ধে একটি করে  এমবাপে। প্রথমবার সমতা ফেরান গেইতঁ লেবর্দ, পরেরবার অ্যান্ডি ডেলর্ট। টাইব্রেকারে দুই দলই প্রথম পাঁচ শটে গোল পায়। ষষ্ঠ শটে গোল করতে ব্যর্থ হন মোঁপেলিয়ের জুনিয়র সামবিয়া। মোইজে কিন জালের দেখা পেলে উল্লাসে মাতে পিএসজি।

এমবাপে নৈপুণ্যে বুধবার শুরু থেকে মোঁপেলিয়েকে চেপে ধরে পিএসজি। যে কারণে দশম মিনিটে এগিয়েও যায় দলটি। ইদ্রিসা গেয়ির ডিফেন্স চেরা পাসে ডি বক্সে বল পান এমবাপে। গতিতে ডিফেন্ডারদের পেছনে ফেলে বুলেট গতির শটে বল জালে পাঠান তিনি। ৪৫তম মিনিটে সমতা আনে মোঁপেলিয়ে। জরদাঁ ফেরির কাছ থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে বুলেট গতির শটে জাল খুঁজে নেন লেবর্দ। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি কেইলর নাভাস। এটাই ছিল লক্ষ্যে মোঁপেলিয়ের প্রথম শট।

দ্বিতীয়ার্ধে ৫০তম মিনিটে আবার দলকে এগিয়ে নেন এমবাপে। তবে ম্যাচের শেষ দিকে এ ব্যবধান ধরে রাখতে পারেনি পিএসজি। সে সুযোগে লেবর্দের চমৎকার ক্রসে দারুণ গোল করে মোঁপেলিয়েকে সমতায় ফেরান ডেলর্ট। আর তাই ভাগ্য পরীক্ষায় টাইব্রেকারে নামতে হয় পিএসজি। শেষ পর্যন্ত সেখানে শেষ হাসি হেসেই মাঠ ছাড়ে দলটি।

চতুর্থ স্তরের দল হৃহিমিয়ি-ভালিয়েয়া ও লিগ ওয়ানের দল মোনাকোর মধ্যে দ্বিতীয় সেমি-ফাইনালের জয়ী দলের বিপক্ষে ফাইনালে খেলবে পিএসজি।

সর্বশেষ সংবাদ

ব্রাজিল সফরকালে ইউক্রেনে শান্তি ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান শি’র

চীনা নেতা শি জিনপিং ইউক্রেন যুদ্ধের অবসান এবং গাজায় যুদ্ধবিরতির দাবি ‘আরো সোচ্চার’ করার আহ্বান জানিয়েছেন। চীনের রাষ্ট্রীয় মিডিয়ার...

এই বিভাগের অন্যান্য সংবাদ