spot_img

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখা যাবে বিটিভি : তথ্যমন্ত্রী

অবশ্যই পরুন

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখা যাবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (১২ মে) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ টেলিভিশনের ‘বিটিভি অ্যাপ’ উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্র ছাড়াও ১৪টি উপকেন্দ্রের মাধ্যমে বর্তমানে বিটিভির সম্প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। আরও ছয়টি বিভাগীয় শহরে আগামী দুই বছরের মধ্যে বিটিভির ছয়টি কেন্দ্র স্থাপন করা হবে।

বিটিভির অ্যাপ চালুর বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে এখন বিটিভি দেখা যাবে। মানুষের এখন ব্যস্ততা বেড়ে গেছে। এখন সময় করে আর প্রতিদিন টিভির সামনে সবাই বসতে পারেন না। সবার হাতেই এখন মোবাইল ফোন। যুগের সাথে তাল মিলিয়ে বিটিভি অ্যাপ চালু করেছে, এটি প্রশংসার দাবি রাখে।

বর্তমানে ৩৪টি চ্যানেল সম্প্রচারে রয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আরও ১০ থেকে ১১টি চ্যানেল সম্প্রচারে আসার প্রক্রিয়ায় আছে। আশা করি চ্যানেলগুলো নতুন প্রজন্মের জন্য অনুষ্ঠানমালা তৈরি করে সুন্দর বার্তা তাদের কাছে পৌঁছে দেবে। দেশের মানুষের মনন তৈরি করতে এসব চ্যানেল বিরাট ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন বলেন, বিটিভিকে আরও বেশি মানুষের কাছে নিতে এই অ্যাপ তৈরি করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বিটিভির সকল অনুষ্ঠান দেখা যাবে।

সংসদ টেলিভিশনের মহাপরিচালক আবেদা আক্তার ছাড়াও অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিভির অনুষ্ঠান বিভাগের উপমহাপরিচালক ডা. সৈয়দা তাসমিনা আহমেদ প্রমুখ।

সর্বশেষ সংবাদ

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কটাক্ষের শিকার রুক্মিণী

ওপার বাংলা ভারতের কলকাতা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র পর্দায় ফিরছেন বিনোদিনী হিসেবে। সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ