spot_img

প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন মাহমুদ আহমাদিনেজাদ

অবশ্যই পরুন

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ আবারও প্রার্থী হতে যাচ্ছেন। আগামী জুনে অনুষ্ঠেয় নির্বাচনের জন্য বুধবার (১২ মে) তিনি নিজের নাম নিবন্ধন করেছেন।

প্রার্থী তালিকায় নাম লেখানোর পর আহমাদিনেজাদ বলেন, ইরানের সিদ্ধান্ত-নির্ধারণ প্রক্রিয়ায় সাধারণ মানুষেরও অংশগ্রহণ থাকা উচিত। একটি মৌলিক পরিবর্তনের জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে।

ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে তার বক্তব্য ছিল আগ্রাসী। সাদামাটা জীবন যাপনের জন্য সবার শ্রদ্ধার পাত্র হয়ে আছেন তিনি।

২০১৩ সালে মেয়াদ শেষ হওয়ার পর প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান আহমাদিনেজাদ। পরবর্তী প্রেসিডেন্ট হাসান রুহানি ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু চুক্তি করেন।

আগামী ১৮ জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা মঙ্গলবার থেকে তাদের নাম নিবন্ধন করতে শুরু করেছেন।

শনিবার প্রার্থী নিবন্ধন শেষ হবে। পরবর্তীতে রাজনৈতিক ও ইসলামী বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ১২ সদস্যের গার্ডিয়ান কাউন্সিল। এই কাউন্সিলের ছয় সদস্যকে নিয়োগ দিয়েছেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ