কয়েকদিন পরেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। এজন্য বুধবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। যে দলকে নেতৃত্ব দেবেন কুশল পেরেরা। সহ-অধিনায়ক হয়ে দলে ফিরেছেন কুসল মেন্ডিস।
থিসারা পেরেরার চমক জাগানো অবসরের ঘোষণার সময় কুশল পেরেরার নেতৃত্ব পাওয়ার ইঙ্গিত মিলেছিল, সেটাই সত্যিই হয়েছে। বাংলাদেশ সফরের শ্রীলঙ্কা দলে পরিবর্তনের ছড়াছড়ি। নতুন চেহারার এক দল নিয়ে তিন ম্যাচের সিরিজ খেলতে আসছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। দিমুথ করুনারত্নে, অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমালসহ নিয়মিত খেলোয়াড়দের অনেকেই নেই দলে।
শ্রীলঙ্কা ওয়ানডে দলঃ
কুসল জেনিথ পেরেরা (অধিনায়ক), কুসল মেন্ডিস (সহ-অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ভানিদু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা দনাঞ্জয়া, নিরোশান ডিকভেলা, দুশমন্থ চামিরা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাকসান সান্দাক্যান, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো ও শিরান ফার্নান্দো।