রাশিয়ার তাতারস্তানের রাজধানী কাজানের একটি বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু এবং এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মে) মস্কোর বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।
এঘটনায় আহত হয়েছে অন্তত আরও ১০ জন। আহতের মধ্যে ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় কথিত এক হামলাকারীকে আটক করা হয়েছে। তার বয়স ১৭ বছর। ধারণা করা হচ্ছে অন্য একজন এখনও ভবনে রয়েছে।
দেশটির শ্রম দিবস এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে পরাজয়ের ৭৬তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ১০ দিনের সরকারি ছুটির পর প্রথম কর্মদিবসে এ ঘটনা ঘটল।
মস্কো থেকে ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত কাজান রাশিয়ার তৃতীয় রাজধানী হিসাবে পরিচিত। ১২ লাখ জনসংখ্যার শহর তাতারস্তানের বেশিরভাগ মানুষই মুসলিম।