spot_img

বাংলাদেশিদের থাইল্যান্ড প্রবেশে নিষেধাজ্ঞা

অবশ্যই পরুন

করোনা পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের জন্য থাই ভিসা ইস্যু বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১০ মে) ঢাকার থাই দূতাবাস এ তথ্য জানায়।

থাই দূতাবাস জানায়, করোনার কারণে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিকদের জন্য থাই ভিসা বন্ধ ঘোষণা করেছে থাইল্যান্ড।

আগামী ১৫ মে’র মধ্যে যাদের ভিসা রয়েছে তারা থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন। ১৬ মে থেকে সব ভিসা বাতিল হয়ে যাবে। এই নিয়ম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈধ ভিসাধারীরা ১৫ মে থাইল্যান্ড যেতে পারবে। তার পরদিন ১৬ মে থেকে সিওইএস ইস্যু বন্ধ হয়ে যাবে। তবে কূটনৈতিক এবং জাতিসংঘের লাইসেজ-পাসার (ইউএনএলপি) ভিসাধারীরা থাইল্যান্ডে ভ্রমণ করতে পারবে।

এর আগে বাংলাদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বেশ কয়েকটি দেশ। এর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইতালি, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। আজ সোমবার আরও দুটি দেশ সংযুক্ত আরব আমিরাত ও থাইল্যান্ড থেকে এ নিষেধাজ্ঞা এলো।

সর্বশেষ সংবাদ

একজন জীবনসঙ্গী যদি থাকে অসুবিধা তো নেই: বাঁধন

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’, ‘খুফিয়া’ সিনেমার জন্য দুই বাংলাতেই বেশ জনপ্রিয় তিনি।...

এই বিভাগের অন্যান্য সংবাদ