spot_img

পাকিস্তানই হবে বিশ্ব ক্রিকেটের সেরা দল

অবশ্যই পরুন

ক্রিকেটের তিন সংস্করণেই পাকিস্তান দ্রুত আইসিসি র‌্যাঙ্কিংয়ের সেরা অবস্থানে পৌঁছাবে বলে বিশ্বাস করেন দেশটির সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক।

বাবর আজমের নেতৃত্বাধীন দলের সাম্প্রতিক পারফরম্যান্সেই এই বিশ্বাস পাচ্ছেন রাজ্জাক।

এই ৪১ বছর বয়সী মনে করেন, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। পাকিস্তান সেখানে ব্যতিক্রম। তাই নিজের দেশ দ্রুতই ক্রিকেটের অন্যতম শক্তিতে পরিণত হবে বলে বিশ্বাস তার।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে ৩-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় করে পাকিস্তান। চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরে ৩-১ ব্যবধানে। এরপর জিম্বাবুয়ের সফরে ২-১ এ জিতে নেয় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট সিরিজেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার অপেক্ষায় দলটি।

বাবরদের এমন ফর্মে মুগ্ধ রাজ্জাক। পাকপ্যাশানের সঙ্গে আলাপচারিতায় বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড সকলেই পুনর্নির্মানের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা সদ্যই দক্ষিণ আফ্রিকার কী অবস্থা তা দেখেছি। আমি নিশ্চিন্ত যে পাকিস্তান ওদের মতো অবস্থায় নেই। আমরা তিন বিভাগেই উন্নতি করেছি এবং শীর্ষে পৌঁছতে গেলে সেটাই দরকার। আশা করছি খুব শীঘ্রই আমরা সব ফরম্যাটেই এক বা দুই নম্বরে উঠে আসব।’

বর্তমানে পাকিস্তান টি-টোয়েন্টিতে চতুর্থ, টেস্টে পঞ্চম ও ওয়ানডেতে ষষ্ঠ স্থানে রয়েছে।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ