spot_img

করোনা আক্রান্ত বাংলাদেশের বিপক্ষে লঙ্কান দলের দুইজন

অবশ্যই পরুন

শ্রীলঙ্কা ক্রিকেট দল আগামী ১৮ মে বাংলাদেশ সফরে আসছে। এই সময়ে তারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এ জন্য অনুশীলনও শুরু করে দিয়েছে প্রাথমিক দল। বাংলাদেশ সফরের আসার আগে করোনা বাসা বেঁধেছে লঙ্কান দলে। দলটির দুই সদস্য কোভিড পজিটিভ হয়েছে। একজন অলরাউন্ডার ধানাঞ্জায়া লাকশান ও ঈষান জয়ারত্নে।

লঙ্কান গণমাধ্যমে জানানো হয়েছে, প্রাথমিক দলে থাকা পেসার শিরান ফার্নান্দো কোভিড পজিটিভ হয়েছিলেন। তবে ৮ মে কোয়ারেন্টিনের সময় ফার্নানাদোর সঙ্গে দেখা হয় এই দুজনের। এরপরই তাদের পরীক্ষা করানো হলে তাদেরও কোভিড পজিটিভ হয়। তবে দুজন চূড়ান্ত দলে থাকবে কী না সেটা নির্ভর করছে কোয়ারেন্টিনের ওপর। কেন না, বাংলাদেশ সফরে আসতে বাকি আর আট দিন। এর ভেতরে করোনা নেগেটিভ হতে হবে এবং মূল দলের জন্য বিবেচনা করা হলে।

সর্বশেষ সংবাদ

জয় অধরা, ১০ জনের ভেনেজ়ুয়েলার বিরুদ্ধে ড্র ব্রাজ়িলের

ক্লাব ফুটবলে দুর্দান্ত ছন্দে থাকা ভিনিসিয়াস জুনিয়র জাতীয় দলে এসে আরেকবার হয়েছেন ব্যর্থ। এই তারকা ফুটবলারের পেনাল্টি মিসের কারণে...

এই বিভাগের অন্যান্য সংবাদ