হাসপাতালের চিকিৎসক কিংবা নার্সের নাচের ভিডিও ভাইরাল হওয়ার মতো ঘটনা এটাই প্রথম না। এর আগেও বিভিন্ন গানের সঙ্গে চিকিৎসকদের নাচের ভিডিও ভাইরাল হয়েছে। এবারের ঘটনা কলকাতার উডল্যান্ডস হাসপাতালের অজিতকুমার পট্টনায়েক নামের এক নার্সের।
ভিডিওতে দেখা যাচ্ছে, পিপিই কিট ও অ্যাপ্রোন পরে হিন্দি গানের তালে নাচছেন অজিত। তার সঙ্গে যোগ দিয়েছেন অন্য নার্সরাও। অনেকেই সেখানে দাঁড়িয়ে হাততালি উৎসাহ দিচ্ছেন। পুরুষ নার্সের উদ্যোগে হিন্দি ‘নিমুরা নিমুরা’ গানের তালে তালে এই নাচ হচ্ছিলো।
একাধিক ওই ভিডিওতে আরও দেখা যায়, স্বাস্থ্য কর্মীদের নাচের সঙ্গে যোগ দিচ্ছেন রোগীরাও। কেউ আবার শয্যায় বসেই এই নাচের দৃশ্য ক্যামেরাবন্দি করছেন। প্রত্যেকের মুখে হাসি। হাসপাতালের বাকি কর্মীদেরও দেখা যাচ্ছে হাততালি দিয়ে অজিতকে উৎসাহ দিতে।
করোনা আক্রান্তদের যে শুধু শরীর নয়, চাপ পরে মনেও। তাই এই সময় রোগীদের যতটা আনন্দে রাখতে পারা যায় ততই ভাল। তাই স্বাস্থ্যকর্মীদের উদ্যোগে রোগীদের উৎসাহ দেয়ার বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছেন মনোবিজ্ঞানীরা।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে লেখা হয়েছে, কোভিড রোগীদের দ্রুত সারিয়ে তোলার জন্য চিকিৎসার পাশাপাশি তাঁদের মন ভাল রাখাও খুব প্রয়োজন। সেই চেষ্টাই করছেন হাসপাতালের কর্মীরা।