spot_img

শিশুদের থেকে সংক্রমণ দ্রুত ছড়ায় : গবেষণা

অবশ্যই পরুন

বয়স্কদের চেয়ে শিশুদের থেকে করোনা সংক্রমণ আরো দ্রুত ছড়ায়। এমনটাই জানিয়েছে জার্নাল অফ আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। কারণ শিশুদের মধ্যে সংক্রমণ ধারণ ক্ষমতা বেশি। ৫ বছরের শিশু ও করোনার মৃদু উপসর্গ রয়েছে, তাদের মধ্যে পরীক্ষা করে দেখা গেছে, ছোটদের নাক ও গলার মাধ্যমে সংক্রমণ আরো বেশি ছড়ায় বেশি বয়সের শিশু ও বয়স্কদের চেয়ে।

গবেষকরা বলছেন, এ পরিস্থিতিতে শিশুদের আরো বেশি করে সুরক্ষা দিতে হবে। কারণ শিশুদের আশপাশে মানুষের সংখ্যা বেশি থাকে। তাই শিশুদের টিকা দেয়ার উপরেও এখন জোর দেয়া উচিত বলে মনে করছে সংস্থাটি। ওই ক্ষেত্রে টিকার দু’ডোজ দিলেও পরিমাণ দেখে নেয়া জরুরি বলে মনে করছে সংস্থাটি।

ফাইজার, মডার্নার মতো সংস্থাগুলো ইতোমধ্যেই শিশুদের উপর টিকাকরণ নিয়ে পরীক্ষা শুরু করেছে। দেখা হচ্ছে শিশুদের উপর টিকা কতটা কার্যকরী হচ্ছে। জানা যাচ্ছে, শিশুদের বয়সের উপর নির্ভর করে ডোজের পরিমাণ বাড়ানো বা কমানো হচ্ছে।
সূত্র : আজকাল

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে উদ্দাম ফ্যাশন শো, মাতালেন জেনিফার লোপেজ, সেলিন ডিওন, হ্যালি বেরি

সৌদি আরবে 'খোলামেলা' পোশাকে প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতালেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ, কামেলা কাবেলা, সেলিন ডিওনসহ অনেকে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ