spot_img

দক্ষিণ আফ্রিকার জুলু জাতিগোষ্ঠীর নতুন রাজা মিসিজুলু

অবশ্যই পরুন

দক্ষিণ আফ্রিকার জুলু জাতিগোষ্ঠীর পরবর্তী রাজা হিসেবে যুবরাজ মিসিজুলুকে বেছে নেওয়া হয়েছে। তিনি সদ্য প্রয়াত জুলু রাজা গুডউইল জোয়েলিথিনি ও রানী সিওয়ে মান্তফম্বি দলামিনি জুলুর বড় ছেলে। সিংহাসন নিয়ে পারিবারিক কলহের মধ্যে শুক্রবার (৭ মে)  তাকেই উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়।

সিংহাসনের উত্তরসূরি কে হবে তা নিয়ে রাজপরিবারে দ্বন্দ্ব চলছিল।

এর মধ্যে শুক্রবার (৭ মে) জুলু জাতির পরবর্তী শাসক হিসেবে প্রয়াত রাজা গুডউইল জোয়েলিথিনির বড় ছেলেকে বেছে নেওয়া হয়েছে।

 

গত সপ্তাহে হঠাৎ করেই মারা যান রানি মন্টফোমবি দামিনি। তার উইলেও পরবর্তী শাসক হিসেবে ৪৬ বছর বয়সী মিসিজুলুর নামই ছিল।

মৃত রানির উইল পড়ার পর মিসিজুলুর ভাই প্রিন্স থোকোজানি সিংহাসনের উত্তরসূরি হিসেবে মিসিজুলুর নাম ঘোষণার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। পরে অন্য আত্মীয়স্বজনরা তাকে ধমক দিয়ে থামিয়ে দিয়েছেন।

এর আগে ছোটখাট এক অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাতাল প্রদেশে রানি মন্টফোমবিকে সমাহিত করা হয়।

চলতি বছরের মার্চে স্বামী জোয়েলিথিনির মৃত্যুর পর জুলুদের অন্তর্বর্তীকালীন শাসক মনোনীত হয়েছিলেন তিনি।

ডায়াবেটিস সংক্রান্ত জটিলতায় ৭২ বছর বয়সে মারা যাওয়া জোয়েলিথিনির ৬ স্ত্রী ও অন্তত ২৬টি সন্তান আছে। গত সপ্তাহে ৬৫ বছর বয়সী রানির মৃত্যুর পর থেকে রাজপরিবারে ক্ষমতার দ্বন্দ্ব প্রকাশ্য হতে শুরু করে।

রানির মৃত্যুর কারণ এখনও ঘোষণা করা হয়নি। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী জুলুরা দেশটির ছয় কোটি জনসংখ্যার এক-পঞ্চমাংশ। তাদের অধিকাংশই উপকূলীয় প্রদেশ খাওজুলু-নাটালে বসবাস করেন।

নতুন রাজা মিসিজুলুর জন্ম ১৯৭৪ সালের ২৩ সেপ্টেম্বর। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়ালেখা করেছেন বলে জুলু রাজপরিবার থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, সরকারি কোনো ক্ষমতা না থাকলেও ১ কোটি ১০ লাখ জুলু জাতিগোষ্ঠীর মধ্যে ব্যাপক প্রভাব থাকে জুলু নেতার।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে উদ্দাম ফ্যাশন শো, মাতালেন জেনিফার লোপেজ, সেলিন ডিওন, হ্যালি বেরি

সৌদি আরবে 'খোলামেলা' পোশাকে প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতালেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ, কামেলা কাবেলা, সেলিন ডিওনসহ অনেকে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ