শিমুলিয়া ফেরীঘাটে ঘরমুখো মানুষের ঢল

অবশ্যই পরুন

শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটের স্পিডবোট-লঞ্চ ঘাট বন্ধ থাকায় শুক্রবার সকাল থেকে ঘরমুখো মানুষ ফেরীঘাট হয়ে যাতায়াত করছে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঘাটে হাজার-হাজার মানুষের উপচে পড়া ভীড় দেখা গেছে।

ফেরীগুলোতে লোকের চাপে যানবাহন যেতে পারছে না। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে বিআইডব্লিউটিএ এবং স্থানীয় পুলিশ। গত সোমবার মাদারীপুরের কাঠালবাড়ি ঘাটে স্পিডবোট ও বাল্কহেড-এর সংঘর্ষের ঘটনার পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন।

ফেরীঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরমুখো মানুষের চাপ রয়েছে। এই সময় ঘরমুখো হাজারো মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এছাড়া ঘাটে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও ছোট গাড়িসহ প্রায় পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ঘাটে ৩টি রোরো, ৫টি ড্রাম, ৩টি কেটাইপ ও ২টি ছোটসহ মোট ১৩টি ফেরী চলাচল করছে।

সর্বশেষ সংবাদ

পুতুলের সূচনা ফাউন্ডেশনের লেনদেন স্থগিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের সকল হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করা...

এই বিভাগের অন্যান্য সংবাদ