spot_img

বোমা হামলায় আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট

অবশ্যই পরুন

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও পার্লামেন্টের বর্তমান স্পিকার মোহাম্মদ নাশিদ বোমা হামলায় আহত হয়েছেন। বৃহস্পতিবার তার পারিবারিক বাসার বাইরে ওই বিস্ফোরণ ঘটে বলে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে।

বৃহস্পতিবার পুলিশের বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণের ফলে পার্লামেন্টের স্পিকার, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ আহত হন। তিনি এখন রাজধানী মালের এডিকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ঘটনাস্থলে একটি বিধ্বস্ত মোটরসাইকেল দেখা যায়। তবে এটি গুপ্তহামলা কিনা পুলিশ তা নিশ্চিত করেনি।

মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী ইমরান আবদুল্লাহ স্থানীয় একটি টেলিভিশনকে বলেছেন, নাশিদের আঘাত গুরুতর নয়। সরকার ঘটনা তদন্তে বিদেশী সংস্থাগুলোর কাছ থেকে সহায়তা পাচ্ছে।

পরিচয় প্রকাশ না করার শর্তে পরিবারের এক সদস্য জানান, নাশিদের একটি হাতে বড় ধরনের ক্ষতের সৃষ্টি হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

সূত্র : আল জাজিরা

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ