spot_img

দেশে ফিরলেন সকিব-মুস্তাফিজ

অবশ্যই পরুন

করোনার আক্রমণে বিধ্বস্ত ভারতের আইপিএল স্থগিত হয়ে যায়। কিন্তু বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে সীমান্ত বন্ধ থাকার কারণে ভারতেই অবস্থান করতে হচ্ছিলো। এবার অবশেষে দেশে ফিরেছেন এই দুই ক্রিকেট তারকা।

বৃহস্পতিবার (৬ মে) বিশেষ বিমানে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

এর আগে বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন জানিয়েছিলেন, তাদের দেশে আসার পুরো প্রক্রিয়াটি বিসিবি মনিটর করছে। সাকিব ও মোস্তাফিজের চার্টার্ড ফ্লাইটে করে দেশে ফেরার বিষয়টি দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই, আইপিএল কর্তৃপক্ষ ও তাদের ফ্র্যাঞ্চাইজিরা।

তিনি আরও জানিয়েছিলেন, তাদের দু’জনের দেশে ফেরার পর দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাই দেশে ফেরা বিলম্বিত হলে সাকিব ও মোস্তাফিজের শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম (২৩ মে) ম্যাচ খেলা কঠিন হয়ে যেত।

তবে ইতোমধ্যেই সাকিব-মুস্তাফিজের দেশে ফিরে আসাতে এখন আর সেই ভয় নেই।

সর্বশেষ সংবাদ

সুখবর দিলেন ক্যানসার আক্রান্ত হিনা খান

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ভারতীয় মডেল-অভিনেত্রী হিনা খান। স্তন ক্যানসারে আক্রান্ত তিনি। তবে ক্যানসারে আক্রান্ত হলেও কাজ থামিয়ে রাখেননি...

এই বিভাগের অন্যান্য সংবাদ