spot_img

‘যুক্তরাষ্ট্র আমাদের পাশে রয়েছে’

অবশ্যই পরুন

জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল বুধবার, ইউরোপের সঙ্গে সম্পর্কের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সব সময়েই ইউরোপের সবচাইতে বড় অংশীদার হয়ে থাকবে। সংসদীয় জোট আয়োজিত বিদেশ নীতি বিষয়ে ভার্চুয়াল সম্মেলনে মার্কেল বলেন, আন্তঃঅতলান্তিক অংশীদারিত্ব এখন সক্রিয় হতে চলেছে।

তিনি বলেন ট্রাম্প প্রশাসনের আমলে সেই সম্পর্ক আশাতীত ছিল নাI এঙ্গেলা মার্কেল ও প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে রাশিয়া ও নেটো’র অর্থায়ন বিষয়ে মতপার্থক্য ও সম্পর্কে উত্তেজনা বিরাজ করতো।

এঙ্গেলা মার্কেল বলেন, শীতল যুদ্ধচলাকালীন সময়ের মত, বিশ্বের দ্বিধাভবিভক্ত দুটি ক্যাম্পের প্রতি জার্মানির কোনোই আগ্রহ নেইI তবে এটা উৎসাহব্যঞ্জক যে, চীন ও রাশিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মুখে ইউরোপের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে, যুক্তরাষ্ট্র আমাদের পাশে রয়েছে।

সূত্র: ভয়েস অব আমেরিকা।

সর্বশেষ সংবাদ

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কটাক্ষের শিকার রুক্মিণী

ওপার বাংলা ভারতের কলকাতা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র পর্দায় ফিরছেন বিনোদিনী হিসেবে। সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ