spot_img

রাষ্ট্রপতি আজ দ্বিতীয় ডোজ টিকা নিবেন

অবশ্যই পরুন

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আজ বৃহস্পতিবার বঙ্গভবনে দ্বিতীয় ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন নিবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ‘রাষ্ট্রপতি বঙ্গভবনে বেলা ১টায় করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিবেন।’

এ সময় রাষ্ট্রপতির পরিবারের সদস্যগণ, সংশ্লিষ্ট সচিবগণ ও ব্যক্তিগত চিকিৎসকরা উপস্থিত থাকবেন। এর আগে গত ১০ মার্চ রাষ্ট্রপ্রধান ও তাঁর স্ত্রী রাশিদা খানম কোভিড-১৯ এর প্রথম ডোজ ভ্যাকসিন নেন।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৪ মার্চ কোভিড-১৯ এর প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন।

প্রধানমন্ত্রী গত ২৭ জানুয়ারি ভার্চুয়ালি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশব্যাপী কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

অক্সফোর্ড-এস্ট্রাজেনেকা উদ্ভাবিত এবং ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত এই টিকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে প্রদানের মাধ্যমে টিকাদান কর্মসূচি শুরু হয়। বাংলাদেশ ৮ এপ্রিল কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান শুরু করে। এর আগে, গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়।

সূত্র জানায়, গত ২৫ এপ্রিল পর্যন্ত ৫৮,১৮,৪০০ জন কোভিড-১৯ এর প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছে। এছাড়া, দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রদান কর্মসূচি চলমান রয়েছে।

সর্বশেষ সংবাদ

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কটাক্ষের শিকার রুক্মিণী

ওপার বাংলা ভারতের কলকাতা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র পর্দায় ফিরছেন বিনোদিনী হিসেবে। সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ