spot_img

করোনায় আক্রান্ত চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি

অবশ্যই পরুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি। মঙ্গলবার সাবেক এই অজি ব্যাটসম্যানের করোনা পজিটিভ আসে। ফলে দিল্লিতে টিম হোটেলে ১০ দিনের আইসোলেশনে থাকবেন তিনি।

এদিকে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যেও করোনা সংক্রমণের ঘটনায় আইপিএল স্থগিত করার ঘোষণা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

এমন সিদ্ধান্তে বিপদে পড়েছেন এই ফ্র্যাঞ্জাইজি লিগে অংশ নেওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটার, কোচ, ধারাভাষ্যকার ও সাপোর্ট স্টাফরা।

কেননা করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট আটকাতে অস্ট্রেলিয়া সরকার সিদ্ধান্ত নিয়েছে, ভারত থেকে সরাসরি অস্ট্রেলিয়ায় ফিরলে জরিমানার পাশাপাশি ৫ বছরের কারাভোগ করতে হবে ওই ব্যক্তিকে।

খেলোয়াড়, কোচ, ধারাভাষ্যকার, সাপোর্ট স্টাফ মিলিয়ে আইপিএলের জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে ছিলেন ৪০ জন অস্ট্রেলিয়ান। এখন তারা জরিমানা ও কারাভোগ এড়াতে ভারত থেকে একযোগে যাচ্ছেন মালদ্বীপে। সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার পর ফিরবেন দেশে।

আইপিএল স্থগিত হওয়ার আগে ভারতে করোনা সংক্রমণ বাড়ায় আগেই দেশে ফেরত গিয়েছিলেন তিন অজি ক্রিকেটার অ্যান্ড্র টাই, কেন রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা। কিন্তু ভারতে রয়ে যান প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, রিকি পন্টিং, সাইমন ক্যাটিচসহ বাকিরা।

সর্বশেষ সংবাদ

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কটাক্ষের শিকার রুক্মিণী

ওপার বাংলা ভারতের কলকাতা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র পর্দায় ফিরছেন বিনোদিনী হিসেবে। সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ