spot_img

মমতাকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

অবশ্যই পরুন

ভারতের পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়ে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (৫ মে) মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা এক চিঠিতে এ অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো সরকার গঠনে জনগণের সমর্থন লাভ করেছে, যা আপনার নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের জনগণের অব্যাহত আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ, কারণ আপনি বাঙালির দীর্ঘ লালিত মূল্যবোধ ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ ধারণ করেছেন।

ড. মোমেন বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান এবং সাম্প্রতিক বছরে দুদেশের পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো আরও প্রসারিত হয়েছে। অবিভক্ত ইতিহাস, সংস্কৃতি, ভাষা, মূল্যবোধ এবং বংশানুক্রমিক সংযোগ দুদেশের জনগণের সম্পর্ককে অনন্য ও শক্তিশালী করেছে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ এবং বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের এ বিশেষ বছরে আমি পশ্চিমবঙ্গের জনগণসহ ভারতের জনগণ এবং রাজনৈতিক নেতৃত্বের সমর্থন ও আত্মত্যাগকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।

মোমেন বলেন, আপনার অঙ্গীকার ও সহযোগিতার মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং অমীমাংসিত ইস্যুগুলো সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি।

চিঠিতে মোমেন আরও উল্লেখ করেন, অজানা শত্রু করোনাভাইরাসের কারণে নজিরবিহীন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে পুরো বিশ্ব। এ প্রেক্ষাপটে বাংলাদেশ দুদেশের পারস্পরিক সম্পদ ও অভিজ্ঞতা বিনিময় এবং জনগণের কল্যাণে কাজ করে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।

উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বুধবার (৫ মে) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ নেবেন।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ