spot_img

ভারতে একদিনে মৃত্যু ৩৭৮৬ জনের : আক্রান্ত পৌনে চার লাখ

অবশ্যই পরুন

ভারতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রতিদিন গড়ে সাড়ে তিন হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে। গত ২ দিন কিছুটা কমার পর ফের করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হয়েছে মহামারী বিধ্বস্ত ভারতে। দেশটিতে একদিনে ৩ লাখ সাড়ে ৮২ হাজারের বেশি শনাক্ত হয়েছে। মারা গেছে ৩৭৮৬ রোগী।

ওয়ার্ল্ডো মিটারের বুধবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ লাখ ৮২ হাজার ৬৯১ জন সংক্রমিত হয়েছেন। একই সময় রেকর্ড সংখ্যক ৩ হাজার ৭৮৬ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে ভারতে করোনার মোট সংক্রমণ ২ কোটি ৬ লাখ ৫৮ হাজার ২৩৪ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ২৬ হাজার ১৬৯ জন।

এদিকে বর্তমান ভয়াবহ পরিস্থিতির মধ্যে নতুন আশঙ্কার কথা শোনালেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। বলেছেন, অদূর ভবিষ্যতেই তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে ভারতে।

গুলেরিয়া বলেন, ‘৩ টি বিষয়ে আমাদের নজর দেওয়া উচিত। প্রথমত, হাসপাতালগুলোর পরিকাঠামো উন্নয়নের দিকে জোর দিতে হবে। দ্বিতীয়ত, সংক্রমণ ঠেকাতে অতিসক্রিয়তা দেখাতে হবে। তৃতীয়ত, টিকাদান কর্মসূচি চালিয়ে যেতে হবে।’

অক্সিজেন সরবরাহের মতো আপৎকালীন বিষয়গুলোতে আরও গুরুত্ব দেওয়ার কথাও বলেছেন তিনি।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ