spot_img

ব্রাজিলে স্কুলে হামলায় তিন শিশুসহ নিহত ৫

অবশ্যই পরুন

ব্রাজিলের দক্ষিণাঞ্চলের সান্তা ক্যাটেরিনা প্রদেশে একটি নার্সারি স্কুলে ছুরিকাঘাতে তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত ওই শিশুদের বয়স দুই বছরের নিচে। হামলার সময় ভবনটিতে ৩০ জন শিশু ছিল।

এক বিবৃতিতে পুলিশ আরও জানিয়েছে, হামলার পর ১৮ বছর বয়সী হামলাকারী ছুরি দিয়ে নিজেকে আঘাত করে। হামলাকারীর অবস্থা গুরুতর। তবে এই হামলার কারণ এখনো জানা যায়নি।

সিলভিয়া ফার্নান্দেজ নামের স্থানীয় এক স্কুল কর্মকর্তা বলেন, ‘হামলাকারী ছুরি দিয়ে নিজেকে আঘাত করে আত্মহত্যা করতে চেষ্টা করে কিন্তু পারেনি। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা হামলাকারীর উপর ক্ষুব্ধ হয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে আক্রমণ করার চেষ্টাও করে।’

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ