spot_img

ভারতের বিভিন্ন রাজ্যে অক্সিজেনের সংকট অব্যাহত

অবশ্যই পরুন

ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮২ হাজারের বেশি মানুষ। নতুন করে মারা গেছেন আরও ৩ হাজার ৭শ’ ৮৬জন।

গত ৭ দিনে দেশটিতে দৈনিক গড়ে ৩ লাখ ৭৮ হাজার করে করোনা রোগী শনাক্ত হচ্ছে। ৭ দিনে গড়ে দৈনিক মৃত্যু সাড়ে ৩ হাজারের বেশি।

এদিকে ভারতের বিভিন্ন রাজ্যে অক্সিজেনের সংকট অব্যাহত রয়েছে। অক্সিজেনের অভাবে প্রতিদিনই করোনা রোগীর মৃত্যু হচ্ছে। মঙ্গলবারও কর্ণাটকের একটি হাসপাতালে অক্সিজেন সংকটে মৃত্যু হয়েছে ৭ করোনা রোগীর।

রাজধানী দিল্লির হাসপাতালগুলোতেও ফুরিয়ে যাচ্ছে অক্সিজেন। এ অবস্থায় শেষ অবলম্বন হিসেবে আদালতে ছুটছে অক্সিজেন পেতে মরিয়া অনেক হাসপাতাল কর্তৃপক্ষ।

দিল্লিতে এখন গড়ে প্রতিদিন প্রায় ২০ হাজার নতুন রোগী শনাক্ত হচ্ছে। এই চাপ সামাল দিতে নগরীটির এখন গড়ে দৈনিক ৯৭৬ টন মেডিকেল অক্সিজেন প্রয়োজন। কিন্তু দিল্লি কেন্দ্র সরকার থেকে প্রতিদিন ৪৯০ টনের কম অক্সিজেন বরাদ্দ পাচ্ছে।

এদিকে হায়দ্রাবাদের এক চিড়িয়াখানায় আটটি সিংহের করোনা শনাক্ত হয়েছে।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ