দ্বিতীয় মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস সংস্থাটির প্রধান হওয়ার দৌঁড়ে শামিল হওয়ার পরিকল্পনা করছেন। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে স্টাট নিউজ।
যদিও ইথিওপিয়ার সাবেক স্বাস্থ্য ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী আধানম (৫৬) এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে তার ঘনিষ্ঠ সূত্র স্বাস্থ্য সংক্রান্ত মার্কিন এই নিউজ সাইটকে বলেছেন, আধানম আগামী বছর মেয়াদ শেষের পর পুননির্বাচিত হওয়ার পরিকল্পনা করছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে টেডরস আধানমের পুননির্বাচিত হওয়ার ইচ্ছার বিষয়ে কিছু উল্লেখ না করে বলেছে, এখন থেকে সেপ্টেম্বরের মধ্যে সদস্য রাষ্ট্রসমূহ প্রার্থী মনোনয়ন দেবে।
আধানম ২০১৭ সালে সংস্থাটির প্রধান নির্বাচিত হন। তিনিই প্রথম আফ্রিকান যিনি জাতিসংঘের এ সংস্থার প্রধান হন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান পাঁচ বছর মেয়াদে সর্বোচ্চ দুই বার নির্বাচিত হতে পারেন। প্রতিবারই তাকে সংস্থার সদস্য রাষ্ট্র দ্বারা নির্বাচিত হতে হয়।