spot_img

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু ৩১ মে

অবশ্যই পরুন

করোনাভাইরাসের কারণে গত বছর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরুর এক রাউন্ড পরই স্থগিত হয়ে যায়। সেই স্থগিত আসরটি এ বছর ৬ মে শুরুর কথা থাকলেও চলমান লকডাউনের কারণে তা সম্ভব হয়নি। এমনকি লিগটি নিয়ে ঘোর অনিশ্চয়তায় ছিলেন ক্রিকেটাররা। তবে রবিবার ক্রিকেটারদের সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক বিবৃতি বিসিবি জানিয়েছে, ৩১ মে থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ। যা ঢাকা লিগ নামেও পরিচিত। তবে ৫০ ওভারের জায়গায় আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ৬ মে থেকেও অবশ্য একই ফরম্যাটে শুরুর সিদ্ধান্ত নেওয়া ছিল।

ঢাকার ক্লাব ক্রিকেট পরিচালনাকারী সংস্থা সিসিডিএমের প্রধান কাজী ইনাম আহমেদ বলেন, ‘বিসিবির সহায়তায় ৩১ মে থেকে সিসিডিএম ডিপিএল আয়োজন করতে যাচ্ছে। এ ক্ষেত্রে আগেই সিদ্ধান্ত নেওয়া আছে যে এটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।’

তিনি যোগ করেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বিবেচনায় আমরা বিশ্বাস করি, ২০১৯-২০ মৌসুমের লিগের জন্য টি-টোয়েন্টিই হবে আদর্শ ফরম্যাট।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাব হঠাৎ বেড়ে যাওয়ায় এপ্রিলে জাতীয় ক্রিকেট লিগ স্থগিত করে বিসিবি। সেই আসর স্থগিত অবস্থায় ঢাকা লিগ শুরুর সিদ্ধান্ত হলো।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ