spot_img

রুশ টিকার প্রথম চালান পৌঁছাল ভারতে

অবশ্যই পরুন

মহামারির দ্বিতীয় দফা প্রকোপে ভারতে টিকার সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে আজ শনিবার রাশিয়ার তৈরি কোভিড টিকার দেড় লাখ ডোজ ভারতে পৌঁছেছে। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকারি কর্তৃপক্ষ। খবর সিএনএন ও এনডিটিভির।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, রুশ টিকা স্পুটনিক-৫ এর প্রথম চালানে দেড় লাখ ডোজ শনিবার হায়দরাবাদে পৌঁছেছে। দ্বিতীয় দফার প্রকোপ সামলাতে সম্প্রতি ভারত এই টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছিল।

অরিন্দম বাগচি এক টুইট বার্তায় লিখেছেন, ‌‘দীর্ঘদিনের বন্ধু রাশিয়ার পক্ষ থেকে সহায়তা গভীরভাবে মূল্যায়ন করছি। এক দশকেরও বেশি সময় ধরে ভারত-রাশিয়ার বিশেষ ও কৌশলগত সম্পর্ক রয়েছে। এতে করে আমাদের টিকাদান কর্মসূচির পরিসর বিস্তৃত হবে।’

বিশ্বে রাশিয়ার তৈরি এই টিকাই করোনাভাইরাস প্রতিষেধক হিসেবে নথিভুক্ত হয়েছিল। দ্বিতীয় দফায় আরও ভয়াবহভাবে করোনার প্রকোপ শুরু হওয়ার পর ভারতের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গত মাসে জরুরি ব্যবহারের জন্য এই টিকার অনুমোদন দেয়।

টিকাটির প্রস্তুতকারক মস্কোভিত্তিক গামালায় ইনস্টিটিউট। ক্লিনিক্যাল ট্রায়ালে এই টিকা করোনার সংক্রমণ ঠেকাতে ৯০ শতাংশের বেশি কার্যকর বলে প্রমাণিত হয়েছে। কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের তৃতীয় টিকা হিসেবে ভারতে অনুমোদন পেয়েছে স্পুটনিক-৫।

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম

অস্ট্রেলিয়ার সরকার পরিকল্পনা করেছে, ১৬ বছর বয়স পর্যন্ত শিশুদের এক্স, টিকটক, ফেসবুক ও ইন্সটাগ্রাম-সহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ