তৃতীয় সন্তানের মুখদর্শনে পিতৃত্বকালীন ছুটি নেয়ায় নিউজিল্যান্ড সফরে যাননি সাকিব আল হাসান। আইপিএলে খেলে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নেবেন বলে শ্রীলংকা সফর থেকে নিয়েছেন ছুটি। এই দুটি ছুটির মেয়াদ শেষ হওয়ায় আর ছুটি নয়।
এ মাসে হোমে অনু্ষ্ঠেয় শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শনিবার ঘোষণা করা হয়েছে ২৩ সদস্যের প্রাথমিক ওয়ানডে দল।প্রাথমিক এই দলে আছেন সাকিব। আইপিএলে রাজস্থান রয়েলসে খেলার জন্য ছুটি নেয়ায় শ্রীলংকা সফরে টেস্ট দলে বিবেচ্য হননি বাঁ হাতি কাঁটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
তিনিও ফিরেছেন শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানেডে সিরিজে। ২০১৮ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের পর ওয়ানডে দলের বাইরে ছিলেন ইমরুল কায়েস দীর্ঘদিন। তামিমের আদর্শ ওপেনিং পার্টনারকে প্রায় আড়াই বছর পর ফিরিয়ে আনা হয়েছে প্রাথমিক ওয়ানডে দলে।
নিউজিল্যান্ড সফরে ওয়ানডে এবং টি-২০ স্কোয়াডে ছিলেন যারা, তাদের মধ্যে আল আমিন শুধু পড়েছেন বাদ। অন্যরা সবাই আছেন ঘোষিত প্রাথমিক দলে। বরিবার থেকে শুরু হবে প্রাথমিক দলের অনুশীলন। ২ থেকে ৫ মে তিনদিনের অনুশীলনের পর ৬ মে বিশ্রাম। ৭ থেকে ৯ মে পুনরায় অনুশীলন। ১০ থেকে ১৭ মে ঈদ উল ফিতরের জন্য ছুটি পাচ্ছে ক্রিকেটাররা।
২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড : তামিম ইকবাল খান, নাইম শেখ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোঃ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মাহদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।