পাকিস্তানের সবশেষ ৫ সিরিজে নেই শোয়েব মালিক। তাই এ তারকা অবসর নিয়ে গুঞ্জন মেলেছে ডালপালা। তবে এ ব্যাপারে এবার মুখ খুললেন এ অলরাউন্ডার। স্পষ্ট করে জানিয়ে দিলেন, এখনই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন না।
২০১৫ সালের নভেম্বরে সবাইকে অবাক করে টেস্টকে বিদায় বলে দেন মালিক। চার বছর পর দেন ওয়ানডে থেকে অবসরের ঘোষণা।। এখন শুধু দেশের হয়ে খেলেন টি-টোয়েন্টিতেই। সবশেষ গত বছরের অগাস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে খেলেন মালিক। তিন ম্যাচের কেবল একটিতে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেন ১৪ রান।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের মিডল অর্ডার ভুগলেও তাকে ফেরানো হয়নি। অনেকেই কঠিন এই সময়ে মালিককে দলে ফেরানোর তাগিদ দিয়েছেন, তাতে কান দেননি নির্বাচকরা। সামনে সুযোগ আসবে কি আসবে না, ভাবছেন না মালিক, ‘আমি আজ স্পষ্ট করে বলছি, অবসর নিয়ে ভাবছি না। এখনই বিদায় বলার কোনো পরিকল্পনা নেই, কারণ আমি ফিট, বোলিং-ব্যাটিং করতে পারি।’
শোয়েব আরও বলেন, ‘আমি সম্প্রতি কয়েকটি লিগের সঙ্গে দুই বছরের চুক্তি স্বাক্ষর করেছি। তাই বিশ্বকাপের পর আমার অবসরের প্রশ্ন আসে কোত্থেকে।’
টেস্ট-ওয়ানডে থেকে অবসর নিলেও এখনও টি-টোয়েন্টি খেলতে নিজেকে প্রস্তুত মনে করছেন শোয়েব, ‘আমি গুরুত্বপূর্ণ জায়গায় ফিল্ডিং করতে পারি, দুই রান নিতে পারি আবার দুই রান বাঁচাতেও পারি। যখন বোলিংয়ের প্রয়োজন পড়ে, সেটাও করতে পারি। আর ব্যাটিং ভালো করছি। আমার ফিটনেস সর্বোচ্চ পর্যায়ে আছে।’