বলিউডের গুণী অভিনেতা বিক্রমজিৎ কনওয়ারপাল মারা গেছেন। মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। তার বয়স হয়েছিল ৫৫ বছর।
বিক্রমজিৎ সেনাবাহিনীর একজন মেজর ছিলেন। তার মৃত্যুর খবর জানিয়ে নির্মাতা বিক্রম ভাট বলেছেন, মেজর বিক্রমজিৎ কনওয়ারপাল মারা গেছেন। নিষ্ঠুর করোনা তাকে কেড়ে নিয়েছে। তার সঙ্গে আমি বহু সিনেমা করেছি। সৃষ্টিকর্তা তার আত্মাকে শান্তি দিক।
অভিনেতা রোহিত রায় টুইটারে লিখেছেন, ‘এবং আমরা আরও একজনকে হারালাম… সবচেয়ে হাসিখুশি, সভ্য, ইতিবাচক চিন্তাভাবনার সদাহাস্য মানুষটা চলে গেল। তোমার আত্মার শান্তি কামনা করি।’
উল্লেখ্য, বিক্রমজিৎ কনওয়ারপালের জন্ম ভারতের হিমাচল প্রদেশে। ২০০২ সালে সেনাবাহিনী থেকে মেজর হিসেবে অবসর গ্রহণ করেন। ২০০৩ সালে অভিনেতা হওয়ার শৈশব-স্বপ্ন পূরণের জন্য বলিউডে কাজ করা শুরু। তারপর থেকে বহু ধারাবাহিক ও সিনেমায় অভিনয় করেছেন তিনি।
‘স্পেশ্যাল ওপিএস’, ‘ইল্লিগাল জাস্টিস’, ‘আউট অফ অর্ডার’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছেন বিক্রমজিৎ।