হারপ্রিত ব্রার চলে যাওয়ার কথা ছিল কানাডায়। বয়সভিত্তিক ক্রিকেটে বারবার উপেক্ষিত হয়েছেন, ব্যর্থ হয়েছেন আইপিএলের ট্রায়ালেও। ভাগ্যিস তিনি সেটা যাননি! নয়তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে পাঞ্জাবের জেতা হতো কি না, তা নিয়ে সংশয় জাগতেই পারে। তার দুর্দান্ত বোলিংয়ে কোহলিদের ৩৪ রানে হারিয়েছে পাঞ্জাব কিংস।
শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে পাঞ্জাব। বেঙ্গালুরুর সামনে তারা লক্ষ্য দেয় ১৮০ রানের। জবাব দিতে নেমে শুরু থেকেই অস্বস্তিতে ছিল বেঙ্গালুরু। দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় তারা।
৭ বলে ৭ রান করে ফেরত যান উদ্বোধনী ব্যাটসম্যান দেবদূত পাড্ডিকেল। এরপর রাজাত পাতিদাররের সঙ্গে ৪৩ রানের জুটি গড়েন অধিনায়ক বিরাট কোহলি। তিনি ৩ চার ও ১ ছক্কায় ৩৪ বলে ৩৫ রান করে হারপ্রিতের বলে আউট হন।
কোহলির উইকেট নেওয়ার পর বেঙ্গালুরুর দুই শক্তির জায়গা গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডি ভিলিয়ার্সকেও দ্রুতই সাজঘরে ফেরান হারপ্রিত। ম্যাক্সওয়েল শূন্য ও ভিলিয়ার্স আউট হন তিন রান করে। এরপরই কার্যত শেষ হয়ে যায় বেঙ্গালুরুর আশা।
শেষদিকে ৩ চার ও ২ ছক্কায় হার্শাল প্যাটেলের ১৩ বলে ৩১ রান কেবলই ব্যবধান কমিয়েছে মাত্র। ৪ ওভারে ১ মেডেনসহ ১৯ রান দিয়ে তিন উইকেট নেন হারপ্রিত। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রানে থামে বেঙ্গালুরুর ইনিংস।