spot_img

করোনার সংক্রশণ ঠেকাতে পশ্চিমবঙ্গে আংশিক লকডাউন ঘোষণা

অবশ্যই পরুন

করোনার সংক্রমণ ঠেকাতে আংশিক লকডাউনের ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ। একদিনে পশ্চিমবঙ্গে ১৭ হাজারের বেশি শনাক্ত ও রেকর্ড ৮৯ জনরে মৃত্যুর পর এ সন্ধ্যায় এ ঘোষণা দেয় রাজ্য সরকার।

শুক্রবার সন্ধ্যা থেকেই পশ্চিমবঙ্গে অনির্দিষ্টকালের জন্য সব সিনেমা হল, শপিং মল, বিউটি পার্লার, রেস্তোরাঁ, বার, ক্রীড়াঙ্গন, জিম, সুইমিং পুল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।  তবে খোলা থাকবে ওষুধ ও মুদির দোকান। অনুমতি রয়েছে হোম ডেলিভারির। আর বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত।

এছাড়াও সব ধরনের সামাজিক, সংস্কৃতিক, শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ভোট গণনা ও ফল ঘোষণার পর সমস্ত মিছিল বিজয়োৎসবের ক্ষেত্রেও নির্বাচন কমিশনের নির্দেশ পালন করার কথা বলা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ