spot_img

শিশু-কিশোরদের জন্য টিকার অনুমোদন চেয়ে ফাইজারের আবেদন

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের পর এবার ইউরোপে শিশু-কিশোরদের জন্য নিজেদের উদ্ভাবিত কোভিড-১৯ টিকা ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করেছে ফাইজার ও বায়োএনটেক। শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক আজ শুক্রবার জানিয়েছে, তাদের তৈরি টিকা ১২ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদেরকে দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থাকে অনুরোধ করেছে তারা।

কোম্পানি দুটি ইউরোপের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপীয়ান মেডিকেল এজেন্সির (ইএমএ) কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিয়েছে। তাতে শিশু-কিশোরদের জন্য টিকার জরুরি অনুমোদন চাওয়া হয়েছে।

এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কোম্পানি দুটি শিশু-কিশোরদের টিকা দেওয়ার জন্য অনুমোদন চেয়ে আবেদন করেছিল। উল্লেখ্য, প্রাপ্তবয়স্কদেরকে বহু দেশ ফাইজার-বায়োএনটেক টিকা দিচ্ছে।

জার্মানি ও মার্কিন এই দুই কোম্পানি যৌথভাবে করোনা টিকার উদ্ভাবন করেছি। গতকাল বায়োএনটেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উগুর শাহীন জানিয়েছেন, আগামী জুনের মধ্যে তাদের তৈরি করোনা টিকা বাজারে আসবে বলে আশাবাদী তারা।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ