প্রথম টেস্টে বৃষ্টির হানা ছিল, আলোর স্বল্পতার কারণেও কাটা গিয়েছিল বেশ কয়েক ওভার। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান দ্বিতীয় টেস্টেও হানা দিল বৃষ্টি। হঠাৎ-ই ক্যান্ডির আকাশ কালো হয়ে ওঠে, একটু পর বৃষ্টি ঝরা শুরু হয়। এই মুহূর্তে উইকেটসহ মাঠের অনেক কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।
বৃষ্টির আগে প্রথম ইনিংসে ১৪৯ ওভার শেষে ৬ উইকেটে ৪৩৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। ৬ উইকেটে যাওয়ার পর দ্রুত ব্যাট চালাতে শুরু করেন নিরোশান ডিকভেলা। রমেশ মেন্ডিজকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। ৪২ বলে ৬ চারে ৪২ রানে অপরাজিত আছেন তিনি। মেন্ডিস ১২ রানে অপরাজিত আছেন।
এরআগে অসাধারণ বোলিং করেন তাসকিন আহমেদ। প্রথম সেশনে ২ উইকেট নেওয়া ডানহাতি এই পেসার দ্বিতীয় সেশনে আরেকটি উইকেট তুলে নেন। এদিন তাইজুল ও মিরাজ একটি করে উইকেট পেয়েছেন।