spot_img

করোনা জয় করলেন মনমোহন সিং

অবশ্যই পরুন

মহামারি করোনাভাইরাস জয় করে বাসায় ফিরেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরেছেন বলে জানা গেছে।

ভারতের দু’বারের প্রধানমন্ত্রী ও দেশটির বিরোধীদল কংগ্রেসের বর্ষীয়ান নেতাকে দ্রুত সুস্থ করে তুলতে যাবতীয় প্রচেষ্টা চালিয়ে গেছেন এইমস’র অভিজ্ঞ চিকিত্সক দল। করোনা পজিটিভ হওয়ার একদিন আগেই এইমসে ভর্তি করা হয়েছিল ৮৮ বছরের মনমোহনকে।

গত ১৮ এপ্রিল রাত থেকে করোনার বেশ কিছু উপসর্গ মনমোহন সিংয়ের শরীরে দেখা দিতে শুরু করে। এর পর জ্বর হওয়ায় দিল্লির এইমসের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। পরদিন অর্থাৎ গত ১৯ এপ্রিল কোভিড পরীক্ষা করানো হলে সেই রিপোর্ট আসে পজিটিভ।

উল্লেখ্য, করোনা টিকা কোভ্যাক্সিনের দুটো ডোজই নিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা। ৮ মার্চ প্রথম ডোজ এবং ৩ এপ্রিল দ্বিতায় ডোজটি নেন তিনি। এইমস কর্তৃপক্ষ জানিয়েছে, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। এই কারণে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল।

সর্বশেষ সংবাদ

আইপিএলের নিলামে এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী বৈভব

সময়ের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে দেখা মেলে, হালের অন্যতম সেরা তারকাদের। অনেকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের...

এই বিভাগের অন্যান্য সংবাদ